করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

অন্তঃ স্বত্বা  স্ত্রীকে  যৌতুকের জন্য মারপিট, যৌতুকলোভী স্বামী গ্রেপ্তার

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের
চুনারুঘাটে যৌতুকের দাবীতে   অন্তঃসত্তা  স্ত্রীকে  মারপিট করা মামলায়  – যৌতুকলোভী স্বামী তৈয়ব আলী (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

তৈয়ব আলী গাজিপুর ইউনিয়নের  আলীনগর গ্রামের আবুল হাসিমের ছেলে। এরআগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী  উপ-পরিদর্শক  মো: সারোয়ার হোসেন সহ একদল পুলিশ  গাজিপুর ইউনিয়নের কোনাগাঁও এলাকায় অভিযান চালিয়ে  গ্রেপ্তার করেন ।

জানা যায় ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি  তৈয়ব আলীর  সঙ্গে একই ইউনিয়নের খেতামারা গ্রামের মো: তাজুল  মিয়ার মেয়ে শাকিরা খাতুনের  বিয়ে হয় । তাঁদের ঘরে দুটি পুত্র  সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে স্বামী তৈয়ব আলী স্ত্রী শাকিরাকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। যৌতুক দাবি করে এরই মধ্যে কয়েক লাখ টাকা আদায় করেন। এরপরও বন্ধ হয়নি নির্যাতন। গত ৫ জুলাই  আবারও যৌতুকের দাবিতে অন্তঃ স্বত্বা অবস্থায়  স্ত্রীকে  বেদম মারপিট করে পিত্রালয়ে পাঠিয়ে দেয় । নির্যাতন সহ্য করতে না পেরে শাকিরা বাদী হয়ে  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১১ জুলাই তৈয়বের  বিরুদ্ধে  মামলা করেন। মামলা দায়ের পর প্রথমবার আপোষ শর্তে জামিনে মুক্ত হন তৈয়ব ।

কিন্তু আপোষ ভঙ্গ করে স্ত্রী সন্তানদের কোন খোঁজখবর নেননি। অবশেষে তার নামে আদালত কর্তৃক তৈয়ব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর পর থেকে তৈয়ব আলী পুলিশের চোখ ফাকি দিয়ে বিভিন্ন স্থানে  পালিয়ে বেড়ায়। অবশেষে  পুলিশের জালে বন্দি ওই যৌতুক লোভী স্বামী।

স্ত্রী শাকিরা জানান, ৭মাসের অন্তঃ স্বত্বা থাকাকালীন আমাকে মারপিট করে তাড়িয়ে দেয়। এমনকি আমার  সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও আমার ও সন্তানদের কোন খোজ খবর রাখেনি স্বামী। বরং মামলা করায় সে আমাকে আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

এবিষয়ে রাতে  থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, স্ত্রীর যৌতুক মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ