সোমবার, ১২ মে ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বাগবাড়ি গ্রামের মধু মিয়ার বাড়ির পিছনে ব্রিটিশ আমলের পানি নিষ্কাশনের খাল জোরপূর্বক ভরাট করায় ইউএনওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার দুপুরে মো: মধু মিয়া ইউএনওর বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন মো: আবুল হোসেন, জয়নাল মিয়া (৩২), জুনেদ মিয়া (৩০), সাদ্দাম মিয়া (২৮), সজিব মিয়া (২৫) গংরা আমার পাশ্ববর্তী বাড়ীর বাসিন্দা। তাহাদের সাথে আমাদের বাড়ীর সীম সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসতেছে এবং ২টি মামলাও চলমান আছে।
গত ২৮ সেপ্টেম্বর অভিযুক্তগণ কর্তৃক আমার নির্মানাধীন বসত ঘরে হামলা ভাংচুর, মালামাল লুট ও আমাদের য়তি করার বিভিন্ন রকম হুমকি ধামকির ঘটনায় আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, হবিগঞ্জ এ ফৌঃ কাঃ বিঃ ১০৭/১১৪/১১৭ (সি) ধারায় অভিযোগ করি। উক্ত অভিযোগে প্তি হয়ে অভিযুক্তগণ গত ০২ অক্টোবর পুনঃরায় আমার বসত বাড়ীতে প্রবেশ করে হামলা ভাংচুর, মালামাল লুট ও আমাদের য়তি করার বিভিন্ন রকম হুমকি ধামকি দিলে আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৩/৪৪৭/৪২৭/৫০৬ (২)/১১৪/৩৪ ধারায় অভিযোগ দায়ের করি।
বর্তমানে অভিযুক্তগণের হুমকি, ত্রাস এবং ভয়ভীতি প্রদর্শনে আমরা মারাত্মক নিরাপত্তহীনতায় ভুগছি। তাহারা যেকোন সময় আমাদের উপর হামলা করে য়তি করবে বলে এলাকায় প্রকাশ করছে। অভিযুক্তগণ জোর জবরদস্তি মূলক আমার বসতঘরের (মৌজা- আব্দাতিলক, খতিয়ান-৪১, দাগ-৪৪১) পূর্বদিকে ব্রিটিশ আমলের পুরাতন পানি নিষ্কাশনের খাল ভরাট করে দিয়েছে। আমরা বাঁধা দিলে আমাদের উপর প্তি হয়ে গালিগালাজ ও মারধর করতে আসে। তিনি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করছেন।