সোমবার, ১২ মে ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি গ্রেপতার হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো: মাহবুবুর রহমান জানান, আটককৃত নজরুল ইসলাম এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্য এক অভিযানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবু নাইয়ূম এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর মুক্তিডোদ্ধা চত্তর এলাকা থেকে ৪০০পিস ইয়াবাসহ মাদক কারবারি কয়ছর আহমদ (২৮) কে আটক করেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ ওসি মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত কয়ছর আহমদ সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সে সিলেটের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে মৌলভীবাজারে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।