করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে পুলিশ ও ডিবির হাতে মাদকসহ আটক ২

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি গ্রেপতার হয়েছে।

শুক্রবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই শামসুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার নাজিরাবাদ গ্রামের আকিল উদ্দিনের বাড়ি থেকে ৩২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো: মাহবুবুর রহমান জানান, আটককৃত নজরুল ইসলাম এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্য এক অভিযানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবু নাইয়ূম এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর মুক্তিডোদ্ধা চত্তর এলাকা থেকে ৪০০পিস ইয়াবাসহ মাদক কারবারি কয়ছর আহমদ (২৮) কে আটক করেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ ওসি মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত কয়ছর আহমদ সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সে সিলেটের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে মৌলভীবাজারে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ