মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণের সাথে জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণের সাথে জড়িত নাছিম খাঁন নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের এক স্কুলছাত্রী স্কুলে যাবার পথে নাছিম খাঁন মেয়েটিকে কৌশলে অপহরণ করে। এ ঘটনায় শ্রীমঙ্গল অপহৃত স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় থানায় একটি এফআইআর দায়ের করা হয়। এরপর থেকে মেয়েটিকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করে। এক পর্যায়ে পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড বাসস্টেন্ড এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত নাছিম খাঁনকেও গ্রেপ্তার করা হয়।
অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।