• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে গৃহবন্দী একটি পরিবার, মানবেতর জীবনযাপন!

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে একটি অসহায় পরিবারকে চলাচলের রাস্তা বন্ধ করে একঘরে করে রেখেছেন। ফলে ঘরে অবস্থানরত শিশু, নারী পুরুষ কেউই ঘর থেকে বেড় হতে পারছেন না। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরুপ প্রতিক্রিয়া ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ শহরতলীর রাজনগর গ্রামের সন্নিকটে বিভিন্ন মালিকানায় এসএ ১৬৪ দাগে বিপুল পরিমাণ ভুমি রয়েছে। সেই সাথে সরকারের খাস খতিয়ানের ভুমি আছে। গ্রামের সন্নিকটে হওয়ার সুবাধে গ্রামবাসীর পক্ষে ৭ জনের নামে কবরস্থানের জন্য জনৈক এসএ মালিকের কাছ থেকে ১৫ শতক ভুমি রেজিস্ট্রারী করা হয়। চলমান জরিপ শুরু হলে ওই এক দলিল দিয়ে হাল দাগ ১০৭৪ এ কবর ২৫ শতক, ১০৭৫ দাগে ৪.১৯ শতক, ১০৭৭ দাগে প্রায় ৭ শতক জায়গা আরএস রেকর্ড হয়। এছাড়া ১০৫২  দাগে প্রায় ৯ শতক জায়গা আরএস রেকর্ড হয় কবরস্থান কমিটির পক্ষে মোয়াতল্লীর নামে।
এছাড়াও ১০৫২ দাগে বিভিন্ন মালিকানা ভুমি জবরদখলে রয়েছেন স্থানীয়রা। সম্প্রতি গ্রামবাসীর নাম ব্যবহার করে কতিপয় প্রভাবশালী আওয়ামিলীগ নেতারা ও বিএনপির নেতারা একাট্টা হয়ে কবরস্থানের ভুমি বের করতে গিয়ে সরকারের খাস খতিয়ানের সাড়ে ৭ শতক ভুমি বিনা কাগজে ঢুকিয়ে মাপঝোঁক করেন এবং ১০৭৭ দাগের অবৈধভাবে আরএস রেকর্ডকৃত গ্রামের লোকজনের নামে প্রায় ৭ শতক ভুমিসহ মরহুম সাংবাদিক ও বিএনপি নেতা এটিএম নুরুল ইসলাম খেজুরের মালিকানাধীন ৬ শতক ভুমিতে জবরদখল করে কবরস্থানসহ মসজিদ নির্মাণের কাজ শুরু করেন।
এদিকে বাংলাদেশ সরকারের পক্ষে উপজেলা ভুমি অফিস কর্তৃক রাজনগর গ্রামের কবির মিয়ার ছেলে বিলাল মিয়ার নামে এক শতক ভুমি বন্দোবস্ত প্রদান করলে দীর্ঘদিন যাবত সেখানে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন।  গ্রামের কতিপয় প্রভাবশালী লোকজন বিলালের ভগ্নিপতি রজব আলী ঘর ভেঙ্গে নিয়ে যেতে বললে, তিনি সরকারের জায়গায় অবস্থান করছেন, সরকার তোলে দিলে চলে যাবে বলে জানায়। এতে প্রভাবশালীরা ক্ষিপ্ত হয়ে রজব আলী ঘর থেকে বেড় হওয়ার রাস্তা পাকা দেয়াল দিয়ে বন্ধ করে দেন। ফলে মানবেতর জীবনযাপন করছেন রজব আলীর পরিবারের লোকজন। চরমভাবে লঙ্ঘন হচ্ছে মানবতা ও মানবাধিকার।
অপর একটি সুত্রে জানাগেছে, শনিবার সকালে গ্রামের কতিপয় প্রভাবশালীরা যুবকদের উসকে দিয়ে রজব আলীর বসত ঘর ভাংচুর ও লুটপাটের পরিকল্পনা করেছেন। এমনটা হলে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা। বিষয়টি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ হস্তক্ষেপ করার জন্য এলাকাবাসী দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ