করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

করাঙ্গীনিউজ:
হত্যা মামলায় হবিগঞ্জে মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায়কে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ এলাকার ফারদীন-মারদিন হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

শঙ্খ শুভ্র রায় শহরের কালীবাড়ি রোড এলাকার প্রয়াত আশীষ কুমার রায়ের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ২ আগস্ট হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোস্তাক আহমেদ নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় ১১১ জনকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার অনত্যম আসামি শঙ্খ শুভ্র রায়। এছাড়া আন্দোলনে ৪ আগস্ট রিপন শীল হত্যা মামলার আসামিও শঙ্খ শুভ্র রায়। ওই ২টি হত্যা মামলা দায়েরের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। বুধবার ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে র‌্যাব।

এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। তিনি বলেন, র‌্যাব শঙ্খ শুভ্র রায়কে আটক করে থানায় সোপার্দ করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ