• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্টিত

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চক্ষু শিবির অনুষ্টিত হয়েছে। এই চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় ৩ শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণ করেছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার শংকর সেনা এলাকার নির্মাই শিববাড়ি প্রাঙ্গনে এ চক্ষু শিবির অনুষ্টিত হয়। মহাদেব সেবক সংঘের আয়োজনে ও  মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু।

নির্মাই শিববাড়ির সেবায়েত ও মহাদেব সেবক সংঘের প্রধান উপদেষ্টা ডা. সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, মহাদেব সেবক সংঘের উপদেষ্টা গৌতম সেন, সভাপতি জয়ন্ত কুমার দেবনাথ, সাধারণ অজয় কুমার শর্মা প্রমুখ।
ডা সত্যকাম চক্রবর্তী জানান, নির্মাই শিববাড়িতে এর আগেও আমরা চক্ষু শিবিরের আয়োজন করেছি।

চক্ষু শিবিরে চিকিৎসা প্রদান করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক মেহজাবিন শান্তা, আব্দুল মান্নান, অঞ্জন রায়, ডা. আব্দুল বাতেন। দুপুর আড়াইটা পর্যন্ত ২৮ জনকে পাওয়া গেছে যাদের চোখে অপারেশন প্রয়োজন। এই ২৮ জনকে অপারেশন এর জন্য মৌলভীবাজার চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ