করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ সদর থানার ভেতর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

করাঙ্গীনিউজ: হবিগঞ্জ সদর মডেল থানার ভেতরে পরিত্যক্ত স্থান থেকে একটি আগ্নেয়াস্ত্র (শটগান) উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় থানার পেছনে ও অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনের পরিত্যক্ত স্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সদস্যরা বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় শটগানটি দেখতে পান। সেটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এর ভেতরে গুলি ছিল না।

অস্ত্রটি দেখে ‘অচল’ মনে হচ্ছে উল্লেখ করে ওসি বলেন, গণঅভ্যুত্থানের হবিগঞ্জে পুলিশের কয়েকরকম অস্ত্র লুট হয়েছিল; তবে কোনো শটগান খোয়া যায়নি। থানা কম্পাউন্ডের ভেতরে পাওয়া অস্ত্রটি কার এ নিয়ে তদন্ত হবে এবং আদালতের আদেশ অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ