করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

লাখাইয়ে দুই বোনের সলিল সমাধি

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাইয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হল ওই গ্রামের সোহাগ মিয়ার শিশু কন্যা সুষি আক্তার (৫) ও তার বোনের মেয়ে বর্ষা আক্তার (৪)।

স্থানীয়রা জানান, সুষি ও বর্ষা নামে ওই দুই শিশু সকলের অগোচরে বর্ষার পানিতে বাড়িরের পাশে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে তলিয়ে যায়। পরে বিষয়টি আঁচ করতে পেরে অনেক খোঁজাখুঁজির পরেও স্থানীয় লোকজন তাদের সন্ধ্যান পাননি। এক পর্যায়ে মরদেহ ভেসে উঠলে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্যকমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুরুল আহসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) অরনজিত দাস বলেন, একসাথে দুই বোনের ।

মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ