করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডি মাজার নামকস্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।

রোববার ( ১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা- সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্টনাটি ঘটে।

নিহত হাফিজুর রহমান (৩২) শায়েস্তাগঞ্জ উপজেলায় সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার পুত্র। সে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মোস্তাফিজুর রহমান (৩০) তালুকহড়াই গ্রামের কিম্মত আলীর ছেলে। সে ব্যবসায়ী।

স্থানীয় সুত্রে জানা গেছে, তারা দুইজন সাতছড়ি থেকে মোটরসাইকেল যোগে শায়েস্তাগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে চন্ডি মাজারের কাছে সাইকেলের চাকা গর্তে পড়লে তারা ছিটকে পড়েন সড়কে। এসময় একটি বালুর গাড়ী তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়, ঘটনাস্থলেই তারা মারা যান।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করে আইনিপক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ