• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে ২ মোটরসাইকেল আরোহী নিহত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে সিএনজি অটোরিকাসা ও মোটরসাইকেলের মুখামোখি সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জেলার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন আদপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার মির্জপুর ইউনিয়নের রঞ্জু চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার কাকাতো ভাই মন্জু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহতরা শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন থেকে মোটরসাইকেলে যোগে মৌলভীবাজার শহরে আসছিলেন। এসময় বিপরীত থেকে আসা একটি সিএনজি অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম সত্যতা নিশ্চিক করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ