করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

দুই দিনেও সন্ধান মিলেনি বানের পানিতে ভেসে যাওয়া রাজনগরের সাদিকের

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে মাছ শিকার করতে গিয়ে পানির স্রোতে ভেসে গেছে সাদিক হোসোন হৃদয় (১৯) নামের এক যুবক। বৃহস্পতিবারে ঘটনা ঘটলেও শুক্রবার পর্যন্ত সাদিকের কোন সন্ধান পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার বিকেলে ঘটনা ঘটলেও শুক্রবার পর্যন্ত সাদিকের কোন সন্ধান পাওয়া যায়নি। সাদিকের পরিবার সুত্রে জানা যায়, বিষয়টি রাজনগর ফায়ার স্টেশনে জানালে সিলেট থেকে ডুবুরি দল এসে চেষ্টা করে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সুত্রে জানা যায়, বন্যার পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের হৃদয় রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামকস্থানে মাছ ধরতে আসে। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন। একপর্যায়ে রাত সাড়ে ১২ টার  দিকে হৃদয় চিটকা জাল ছুড়লে জালের টানে পানিতে ভেসে যান। পরে তার বাবা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করেন কিন্তু পানিতে স্রোত বেশি থাকায় তা করতে পারেননি।
রাজনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ আলী হোসেন জানান, পানি প্রবল স্রোত রয়েছে। আমাদের ডুবুরি দল অনেক চেষ্টা করেছে। কিন্তু ওই স্থানে তাকে জীবিত বা মৃত অবস্থায় পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ