মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ২টি রিসোর্ট থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ২১ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গলস্থ সেনা বাহিনী ও থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে সোনা বাহিনী, পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে উপজেলার উপজেলার ডলুছড়া এলাকার গ্রীন প্লেস টি রিসোর্ট ও ‘টং থাই’ আবাসিক রিসোর্ট থেকে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ১১ নারী ও ১০জন পুরুষকে আটক করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় নিশ্চিত করে জানান, অসামাজিক কার্যকলাপের অপরাধে ২১জন নারী ও পুরুষকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।