• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সকল শ্রেণিপেশার নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট সেনানিবাসের মেজর মেজবা বলেন, সমন্বিত আলোচনার মাধ্যমে স্বাভাবিক অবস্থা সৃষ্টি করতে হবে। যেকোনো ধর্মীয় উপাসনালয়সহ সহিংসতা রুখতে সবাইকে সজাগ থাকতে হবে। মানুষের সেবা দেওয়ার স্বার্থে উপজেলা ও পুলিশ প্রশাসনকে সচল করতে হবে। অফিস-আদালত চালু করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জে দায়িত্বরত ক্যাপ্টেন সাজ্জাদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি, জামায়াত নেতা মাসুক আহমদ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,  প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ।
মতবিনিময় সভা থেকে দেশের এই ক্লান্তিলগ্নে রাষ্ট্রীয় সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তিসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন মেজর মেজবা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ