• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সবাই শান্ত থাকুন, ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

করাঙ্গীনিউজ:
শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশের সবাইকে শান্ত থাকার পাশাপাশি সব ধরনের সহিংসতা, স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন। তিনি শিক্ষার্থীসহ দলমতনির্বিশেষে সবার উদ্দেশে বলেছেন, ‘কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। ’

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশে গতকাল এ বার্তা দেন। তাঁর এ বার্তাটি ঢাকার ইউনূস সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো হয়।
চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন ড. ইউনূস। আজ তাঁর দেশে ফেরার কথা। বার্তায় প্রফেসর ইউনূস আন্দোলনকারী ছাত্রদের অভিনন্দন জানিয়ে আরও বলেন, ‘আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।
আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। ’ ড. ইউনূস বলেন, ‘আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না।
সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। ’

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ