মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
এ সময় রিপন শীল (২৭) নামে এক সেলুন কর্মচারী নিহত হয়েছেন। তিনি শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা রতন শীলের ছেলে। এ ঘটনায় ২ শতাধিক লোক আহত হয়েছেন।
রোববার বেলা পৌনে ২টায় বৃন্দাবন সরকারি কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়। তারা শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় পৌঁছলে তাদের লক্ষ্য করে গুলি নিক্ষেপ করা হয়। তখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য মো. আবু জাহিরের বাসা ঘেরাও দিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় বেশ কিছু মোটরসাইকেল ও একটি দোকানে আগুন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিন উদ্দিন চৌধুরী। তিনি জানান, রিপন শীল নামে একজন নিহত হয়েছেন। তার বুকে একটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি বুলেটের আঘাত হতে পারে।