মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকে ঘিরে হবিগঞ্জে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনকারীরা সংসদ সদস্য মোঃ আবু জাহির ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বাসা ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এক পর্যায়ে আন্দোলনকারীরা সাবেক এমপি মজিদ খানের বাসায় আগুন দেয়। একই সঙ্গে পাশের আরও পাঁচটি দোকানে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
রোববার (৪ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা সদরের টাউন হল রোডে আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
দুপুর ২টার দিকে তিনকোনা পুকুরপাড় এলাকায় আন্দোলনকারী ও টাউন হল রোডে আওয়ামী লীগ নেতা-কর্মীরা অবস্থান নেন। হঠাৎ উত্তেজনা ও এরপর সংঘর্ষ শুরু হয়। দুপক্ষে গুলি বিনিময় ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।
বিকেল ৫টা পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য অথবা দমকল বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।