• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে মাদকসহ গ্রেপ্তার ৪

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে মদ, গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে ২৭ লিটার দেশীয় মদ, ৫০০ গ্রাম গাঁজা ও ১০০পিস ইয়াবা।

সোমবার রাতে মৌলভীবাজার জেলার রাজনগর থানার এসআই এহসানুল হক হীরার নেতৃত্বে পুলিশের একটি টিমের অভিযানে উপজেলার দক্ষিণগাঁও গ্রাম থেকে আধা কেজি গাঁজাসহ সাবিত্রী রবিদাস (৫৫) কে গ্রেপ্তার করেছে। এসময় গ্রেপ্তারকৃতের কাছ থেকে মাদক বিক্রির ৭৫০ টাকা উদ্ধার হয়। অন্য এক অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জেলার শ্রীমঙ্গল উপজেলার পাঁচাউন-মির্জাপুর রোড থেকে ১০০পিস ইয়াবাসহ মাদক কারবারি লুবন মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেন।

এছাড়াও একই দিন রাতে জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিমের অভিযানে উপজেরার পটিয়াছড়া চা বাগান এলাকা থেকে ২৭ লিটার দেশয়ি চোলাই মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ