মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চল সমতা প্রকল্পের আয়োজনে অন্তর্ভক্তিমূলক শিক্ষা বিষয়ক সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসায় অনুষ্ঠিত সেমিনারে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারে সভাপত্বি করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাহাবুদ্দিন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার সহকারী আধ্যাপক হাফেজ মাওলানা মোঃ আব্দুল হাই।
সভায় প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ে রেজিষ্ট্রেশন অফিসার ও ব্রেইল রিসোর্স শিক্ষক মিঃ স্বপন চন্দ্র কর্মকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপধর্মপল্লীর পারপুরোহিত
রেভাঃ ফাদার কল্লোল রোজারিও।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমতা প্রকল্পের রিসোর্স শিক্ষক সুমন সরকার সহ আরো অনেকেই।