মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ঔষুধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা আইনে ৩টি প্রতিষ্টানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ জুন) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ একটি টিমের সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারস্থ মোস্তফা বিজনেজ স্টোরকে ২ হাজার টাকা, হবিগঞ্জ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, স্বরণিকা ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ মোট ৩টি প্রতিষ্টানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, ভোক্তা সার্থে জেলা ব্যাপী এ ধরণের অভিযান চলমান থাকবে।