• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

এসএসসি  জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বন্ধু ফাউন্ডেশনের সংবর্ধনা 

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৯ মে, ২০২৪

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে মানবিক বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী  রিপন চৌধুরীর উদ্যোগে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের   সংবর্ধনা দেয়া হয়েছে।

২৮ মে সোমবার সকাল ১০ টায় চুনারুঘাট রোকশানা কনভেনশন হলে ১২৯জন  শিক্ষার্থীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয় ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বন্ধু ফাউন্ডেশনের সদস্য  সায়েম তালুকদারের পরিচালনায়   এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট  শাবিপ্রবির  জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ ফারুক মিয়া।

সাইফুল ইসলাম আল-আমিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো:রবিউল হোসেন, মানবিক বন্ধু ফাউন্ডেশনের  প্রতিষ্ঠাতা রিপন চৌধুরী প্রবাস থেকে বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তপু তালুকদার, সেলিম আহমেদ, জিয়া আহমেদ ও আবু রায়হান।  পরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ প্রাপ্ত  ১২৯জন কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক দেয়া হয়।

এ সময় বক্তরা  মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, তোমাদের এ কৃতিত্বের সম্পূর্ণ কৃতজ্ঞতা জ্ঞাপন করা৮ উচিত মহান রব আল্লাহর কাছে। এই সফলতায় তোমার বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত।   তোমাদের মতো স্বপ্নচারী প্রজন্মকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিকরূপে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে মানবিক বন্ধু ফাউন্ডেশন। বন্ধু ফাউন্ডেশন  তোমাদের সফলতার পথে একটি আলোকবর্তিকা ন্যায়, একই সাথে তোমাদের সহযাত্রী হয়ে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চায়। সবাই সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সমাজ দেশ জাতি গঠনের ভুমিকা রাখবেন এ আশা রাখেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ