করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে ৩ ঘণ্টায় ৭শতাংশ ভোট: প্রিসাইডিং অফিসার

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মে, ২০২৪

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় আজ ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ নং কেন্দ্র পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তিন ঘণ্টায় মাত্র ৩১০টি ভোট পড়েছে। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৯৩৭ জন।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রণয় দেব বলেন, পার্সেন্ট হিসাবে দুই ঘণ্টায় মাত্র ৭ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্র এ মুহূর্তে ফাঁকা লক্ষ্য করছি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেশকিছু কেন্দ্রে নিরব নিথর পরিবেশ বিরাজ করছে।

প্রিসাইডিং অফিসার বলেন, দুপুরের পরে ভোটার সংখ্যা বাড়তে পারে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ