• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ মে, ২০২৪

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে, তবে ভোটারদের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে। তিতারকোনা একটি কেন্দ্রে সকাল ৮টায় কয়েকজন পুরুষকে ভোটের লাইনে দেখা গেছে।নারী ভোটার লাইনে দেখা যায়নি।

আজ মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে এ উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। শুরুতেই ভোটারদের উপস্থিতি দেখা না গেলেও পরে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

হবিগঞ্জের বাহুবলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী (কই মাছ), সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই (টেলিফোন), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া (মটরসাইকেল) আক্তারুজ্জামান (আনারস) রাজন চৌধুরী (কাপপ্লেইট) ও আনোয়ার হোসেন (দোয়াত কলম)

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- মোঃ শামীনুর রহমান, কামরুল ইসলাম, ফারুক মিয়া, নবী হোসেন মোড়ল, শশাংক রঞ্জন দাশ, আব্দুল মালেক মাদানী, সোহেল আহমেদ ও সিরাজুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন- ছালেহা বেগম চৌধুরী, নিছফা আক্তার, নাজমুন নাহার (রীতা), আলফা ও হাসিনা আক্তার শিফা।

এ উপজেলার ৭ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬২২। তন্মমধ্যে পুরুষ ৭৯ হাজার ১৫৭, মহিলা ৭৪ হাজার ৪৬৪ এবং হিজরা ১ জন।

ভোট দিতে আসা দোয়াত কলম প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার সালেহী বলেন, নির্বাচন সুন্দরভাবেই শুরু হয়েছে। আমার কাছে কোন ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনজুর আহসান বলেন, নির্বাচন সুষ্টু করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহন করা হয়েছে। মোবাইল কোর্ট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ