করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজার ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১১ মে, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ২৯তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে প্রশান্ত কৈরীকে সভাপতি, পিয়াস রায় প্রিন্সকে সাধারণ সম্পাদক ও সবুজ বাউরিকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১০ মে) মৌলভীবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচনী অধিবেশনে প্রস্তাবিত নতুন জেলা কমিটি নিয়ে আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পাশ করা হয়। নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।
কাউন্সিলে অধিবেশনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মৌলভীবাজার জেলার শিক্ষা সংকট নিরসনে কার্যকর ছাত্র আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ