করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১০ মে, ২০২৪

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরায় প্রাণ কোম্পানীর শ্রমিক ফুলতারাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ঘাতক স্বামী রফিক উল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ মে) সদর থানার ওসি অজয় চন্দ্র  দেবের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করেন। সে ব্রাহ্মণডোরা গ্রামের হুরন মিয়ার পুত্র।

জানা গেছে, ৭ মে প্রাণ কোম্পানী থেকে বাড়ি ফেরার পথে রফিকের ছুরিকাঘাতে তার স্ত্রী ফুলতারা গুরুতর আহত হয়। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে ভর্তি করার পরের দিন সে মারা যায়।

 পুলিশ জানায়, প্রাথমিকভাবে রফিক হত্যার ঘটনা স্বীকার করেছে।  বৃহস্পতিবার বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। ফুলতারা ছড়িপুর গ্রামের বাসিন্দা মকসুদ আলীর কন্যা। স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা না হওয়ায় মামলা হয়। আদালত থেকে রফিকের ১ বছরের সাজা হয়। সে কয়েকমাস জেল খেটে জামিনে মুক্তি পায়। এরপর থেকে সে ক্ষিপ্ত হয়ে উঠে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ