হবিগঞ্জ থেকে ফিরে শাহ্ মোস্তফা কামালঃ হবিগঞ্জ শহরের প্রধান সড়ক সদর মডেল থানা,সোনালী ব্যাংক ও হাসপাতালের সামনে যানজটের মূল কারণ ব্যাটারি চালিত টম টম। শহরে লাগামহীন ভাবে চলছে ব্যাটারি চালিত বৈধ অবৈধ টম টম।চরম যানজটের শিকার হচ্ছেন শহরবাসী।
সেখানে নেই কোন ট্রাফিক ব্যবস্হা।সদর মডেল থানার সামনে রাস্তায় প্রতিনিয়ত টম টম ও সি এন জি দাড়িয়ে রাস্তার পাশ বেদখল করে রাখে। হঠাৎ কেউ বা নজরে পড়লে মনে করে সেখানে টম টম ও সি এন জি ষ্টেশন, শুধু তাই নয় রাস্তার পাশে ও হাসপাতালের মোড়ে ফুটপাতের দোকান পাট অবৈধ ভাবে রাস্তার পাশ বেদখল করে রাখে, এতে হাসপাতালে গ্রাম থেকে ও বিভিন্ন স্হান থেকে ইমারজেন্সি রোগী প্রবেশ করতে ও রোগীর গাড়ি এম্বুলেন্স চলাচলের ব্যঘাত সৃষ্টি হচ্ছে। এ যানজটের কারনে শহরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।
ঐ এলাকায় ফুটপাত দোকান ও যানজট নিরসনের পৌর কতৃপক্ষের কাছে দাবী জানিয়ে সু দৃষ্টি কামনা করেছে শহরবাসী ও সচেতন মহল।