বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার সাথে উপজেলার বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা।
উপজেলা সহকারি কমিশনার মোঃ নাহিদ ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ জিলুফা সুলতানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি, থানার ওসি মোবারক হোসেন ভুইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অদিতি রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হোসাইন আদিল মোঃ জজ মিয়া, বুলবুল খান, প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, বীরমুক্তিযোদ্ধা সুনিল দেব রায়, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তুফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন সহ আরো অনেকেই।
বক্তারা উপজেলা বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন নিয়ে জেলা প্রশাসকের কাছে বক্তব্য তুলে ধরেন এবং শায়েস্তাগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থান নির্মানের দাবি জানান বীরমুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা।
জেলা প্রশাসক বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে হবিগঞ্জে যোগদান করে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কোন জান-মালের ক্ষতি ছাড়াই নির্বাচন করতে সক্ষম হয়েছি। যা আপনারা সহযোগিতা করেছেন। আপনারা আজকে কিছু দাবীর কথা বলেছেন, আমিও একটা দাবী নিয়ে এসেছি যে, ‘একটা সুন্দর হবিগঞ্জ চাই’।
তিনি বলেন, এই সুন্দর হবিগঞ্জ, পরিচ্ছন্ন হবিগঞ্জ, শান্তিপূর্ণ হবিগঞ্জ, পর্যটনে সমৃদ্ধ হবিগঞ্জ, এত সম্ভাবনার যেখানে বসবার সেই হবিগঞ্জ সারা বাংলাদেশে যেনো তার অবস্থান জানান দিতে পারে এবং ক্ষেত্র বিশেষে যেনো সারা পৃথিবীকেও জানান দিতে পারে সেই লক্ষ্য আমাদের কাজ করতে হবে।