করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপিত 

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
পিন্টু দেবনাথ,  কমলগঞ্জ থেকে :
বর্ণিল আয়োজনে  বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ  ও শ্রীমঙ্গলে উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।
রোববার ১৪ এপ্রিল সকাল ১০টায়  কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শুভ নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, আওয়ামীলীগ সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল,  কমলগঞ্জ পৌরসভার মেয়ার মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।
পরে মণিপুরী ললিতকলা একাডেমি, অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ