বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাজীগঞ্জ বাজারের মাস্টার শফিক উদ্দিন তালুকদার মার্কেটের সত্ত্বাধিকারী শফিক উদ্দিন তালুকদার প্রকাশ উস্তার মিয়ার বিরুদ্ধে সরকারী গাছ বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার(৩১ জানুয়ারী)ভোরে ঝড়-তোফানে বাজারের অনেক টিনসেড ও দুচালা পাকা টিনের ঘরের টিন উড়িয়ে নেয় ঝড়-তুফান।এসময় বাজারের আওতাভুক্ত জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির অনেকগুলো গাছ ভেঙ্গে ফেলে ঝড়-তুফান।ঝড়ে গাছের মাথা ভেঙ্গে পড়লেও গামারী গাছ-সহ একাধিক প্রজাতি গাছের গোড়া কেটে প্রায় ৫০ঘনফুট কাঠ নিয়ে বিক্রি করে ফেলে শফিক উদ্দিন তালুকদার উস্তার মিয়া।
ওই সময় বাজার কমিটির লোকজন সরকারী গাছ নিতে উস্তার মিয়াকে বাধা দিলে সে বাধার তোয়াক্কা না করে গায়ের জোর দেখিয়ে গাছগুলো নিয়ে যায়।উস্তার মিয়া ওই এলাকার চাটপাড়া গ্রামের বাসিন্দা।এলাকাবাসী বলেন,উস্তার মিয়া পরসম্পদ লোভী,খারাপ,উশৃংখল,লাঠিয়াল ও মামলাবাজ লোক।তার বিরুদ্ধে কেউ কিছু বললে সে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।অতীতে ওই এলাকার অনেক নিরীহ মানুষের গাছ-গাছালিসহ অনেক জমিজমা জোরপূর্বক দখল করেছে সে।উস্তার মিয়ার রয়েছে নিজস্ব সন্ত্রাস বাহিনী।সেই বাহিনী দিয়ে যখন তখন ওই এলাকার নিরীহ মানুষের উপর হামলা চালায়।তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম বলেন,সরকারী খাস খতিয়ানের ভূমির গাছ উস্তার মিয়া নিয়ে গেছে।এ ব্যাপারে উস্তার মিয়াকে নিষেধ করা হয়েছে।বাজার কমিটির সেক্রেটারী শফিক মিয়া বলেন,বাজারের অধিকাংশ জমি সরকারী খাস খতিয়ানের।বাজার কমিটির পক্ষ থেকে উস্তার মিয়াকে নিষেধ করার পরেও সে গাছগুলো নিয়ে গেছে।সরকারী গাছগুলো শফিক উদ্দিন তালুকদার উস্তার মিয়ার কাছ থেকে উদ্ধার করতে এবং তাকে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।