করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

রাজনগরে ভোক্তার অভিযানে ২টি প্রতিষ্টানকে জরিমানা

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ২টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে রাজনগর থানার পুলিশের একটি টিমের সহযোগিতায় রাজনগর উপজেলার মুন্সিবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, ফল ও সবজির ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত রং মিশ্রণ করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিবাজারের ফুড গার্ডেনকে ১৫ হাজার টাকা, পারভেজ স্টোকে ২ হাজার টাকা সহ ২টি প্রতিষ্টানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ