করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে আগুনে পুড়ল ১৫ দোকান

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় কমপক্ষে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এখনো নিরুপন করা হয়নি।

শুক্রবার ( ১৫ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ছোট-বড় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

তন্মধ্যে সফর আলীর চা দোকান, ফুল মিয়ার মিষ্টির দোকান, ফরিদ মিয়ার ফলের দোকান, করিম মিয়ার হোটেল, টং দোকান ২টি, সেলুন, কম্পিউটার দোকান, মোবাইল সার্ভিসিং ছাড়া কয়েকটি টং দোকান পুড়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় এক ঘটন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ