করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যার পর এ সংঘর্ষ হয়। পুলিশ ১ ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাঝে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় জানা যায়, ওই গ্রামের হাফেজ মিয়া ও বিল্লাল মিয়ার গোষ্ঠীর মাঝে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় বাজারের এক দোকানে স্যালাইন কিনতে যায় হাফেজ মিয়ার এক লোক। এ সময় বিল্লাল মিয়ার লোক টিটকারী দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

গুরুতর আহত অবস্থায় হাফেজ মিয়া, বিল্লাল মিয়া, মিলন মিয়া, রুহুল আমিন, সাত্তার মিয়া, আব্দুল মন্নান, তাজুল ইসলামসহ ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে সুজাতপুর তদন্তকেন্দ্রে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ