করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গল অটোমোবাইলস ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের পরিচিতি সভা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১০ মার্চ, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অটোমোবাইল ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে।

 

শনিবার (৯ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কস্থ পিয়দা ম্যানশনে বাংলাদেশ অটোমোবাইলস ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন রেজি নং-চট্র ২৬৩৬ মৌলভীবাজার জেলা শাখার অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ, পরিচিতি সভা ও পরিচয়পত্র বিতরণী অনুষ্টিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।

 

মেকানিক ইউনিয়ন শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো, বশির আহমেদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অটোমোবাইল ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের জেলা সভাপতি মো. আব্দুর রব, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দুধু মিয়া, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আকরাম খাঁন, সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মহসিন আহমেদ, শ্রীমঙ্গল-শমশেরনগর বাস মালিক সমিতির সভাপতি ও সাবেক পরিবহন শ্রমিক নেতা মো. তছলিম চৌধুরী, শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন ১৩২৩এর সহ-সভাপতি মো. দুলাল মিয়া,সাধারণ সম্পাদক মো. মিছির আলী।

 

এসময় জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্কসপের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ