করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণিল আয়োজনে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকদের অংশগ্রহণে চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু গোল্ডকাপ  ফুটবল  টুর্ণামেন্ট  ২০২৪ বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার ১৮ ফেব্রুয়ারি বিকালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় জাঙ্গালিয়া ক্রীড়া সংঘের আয়োজনে চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক  ইমতিয়াজ আহমেদ বুলবুল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম।
৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বুলবুল আহমেদ মধুর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত   ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,  ৯নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সুলেমান মিয়া, ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু,  উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক বাবুলসহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় জাঙ্গালিয়া ফুটবল একাদশ ১-০ গোলে রাজনগর সূর্যসেনা স্পোর্টিং  ক্লাব কে পরাজিত করে বিজয়ী হয়।
খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে।
খেলায় সহস্রাধিক ক্রীড়ামোদি দর্শক  উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ