শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিন্দুখাঁন ইউনিয়ন প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুরখাঁন ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াসিন আরাফাত রবিন।
হুগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সহকারী শিক্ষা অফিসার আবুল হায়াৎ মো. জহিরুল ইসলাম ভূইয়া।
এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক. শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্টানে বিভিন্ন খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।