মাধবপুর ( হবিগন্জ) প্রতিনিধি:
হবিগন্জের মাধবপুরে শ্যামলি পরিবহনের কাউন্টারে হামলা, ভাংচুর করে টাকা পয়সা নিয়ে গেছে দুর্বত্তরা।
এ ঘটনায় এমরান মিয়া নামে একজন কে আটক করেছে পুলিশ।
আজ রোববার ( ৪ ফেব্রুয়ারি) মাধবপুর পৌর শহরের শাহ হানিফের মালিকানাধীন শ্যামলি পরিবহনের কাউন্টারে হামলা করে একদল দুর্বত্ত। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে পুর্ব মাধবপুর গ্রামের গুনু মিয়ার ছেলে এমরান মিয়া কে আটক করে।
শাহ হানিফ জানান, এমরান সহ কয়েকজন তার কাউন্টারে এসে হামলা করে, কাউন্টার ভাংচুর করে। হামলাকারীরা তার কাউন্টার থেকে নগদ টাকা পয়সা নিয়ে গেছে।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।