বুধবার, ১৪ মে ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: আজ ২৭ জানুয়ারী সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ১৯ বছর।
২০০৫ সালের আজকের দিনে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় গ্রেণেড হামলায় নির্মমভাবে নিহত হন।
শাহ এএমএস কিবরিয়ার ১৯তম মৃতুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বৈদ্যের বাজারে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শোক র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। কিবরিয়া স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন এই কর্মসূচি পালন করবে।
এছাড়া ঢাকার বনানীতে অবস্থিত মরহুমের গোরস্থানে শনিবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় পুস্পস্তবক অর্পণ করবে কিবরিয়া পরিবার। পরে তারা সেখানে জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।
এদিকে, ১৯ বছরেও শাহ এ এম এম কিবরিয়া হত্যাকান্ডের বিচার না হওয়ায় হতাশ তার পরিবার। এ ব্যাপারে শুক্রবার (২৬ জানুয়ারী) মিডিয়ায় এক ভিডিও বার্তা প্রদান করে হত্যা রহস্যের উদঘাটন ও বিচারের দাবী জানান ড. রেজা কিবরিয়া।
ভিডিও বার্তায় তিনি বলেন, এদেশে শেখ হাসিনার ওয়াজেদের দেশে যে কোন আইনের শাসন নেই এটিই প্রমাণ হয় এতদিনে একটি সুষ্ঠু তদন্ত হয়নি সুষ্টু বিচার হয়নি। বিরোধী দলের বিএনপির কিছু নিরিহ লোককে জড়িত করা হয়েছে এই কেইসে। অনেকে তারা এই কেইস এর বিষয়ে কিছু জানেন না। তাদেরকে এই কেইসে জড়ানো হয়েছে অন্যায়ভাবে।
অপরদিকে, শাহ এ এম এস কিবরিয়া হত্যাকান্ডের বিচার বিলম্ভে হতাশা ব্যক্ত করেছেন মামলার বাদী ও হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ খানও। মামলার আসামীরা বিভিন্ন কারাগারে থাকা এবং সাক্ষীদের উপস্থিতি না হওয়ায় মামলার বিচারে বিলম্ভ হচ্ছে বলে জানান সিলেটের পিপি এডভোকেট সারোয়ার আহমেদ আব্দাল। বর্তমানে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দুটি মামলার বিচার চলছে। উভয় মামলায় ১৭৩ জন সাক্ষীর মাঝে ৪৫ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। স্বাক্ষী না যাওয়ায় দিনের পর দিন তারিখ পড়ছে, কোন অগ্রগতি হচ্ছে না মামলা দুটির।