বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
রোববার রাতে রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নির্দেশে এসআই এহসানুল হক হীরার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রাজনগর সদর ইউনিয়নের দাসটিলা গ্রাম থেকে আক্তার মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃতের হেফাজত থেকে ৩৩পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। গ্রেপ্তারকৃত আক্তার মিয়া দাসটিলা গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।