করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে তরুণদের জয়জয়কার

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

করাঙ্গী নিউজ :
হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে ৩টিতেই তরুণদের জয় হয়েছে। তাদের কাছে ধরাশায়ী হয়েছেন প্রতিমন্ত্রীসহ ২ জন বর্তমান এমপি এবং একজন সাবেক এমপি। প্রত্যেকেরই ভোটের ব্যবধান বিশাল।

তবে সবচেয়ে বেশি ভোটের ব্যাবধানে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলীর বিরুদ্ধে।

জয়ীদের মধ্যে দু’জন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। অপরজন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি ৪৪ হাজার ৩৪৯ ভোটের ব্যবধানে জয় পান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবুর বিরুদ্ধে।

আরেকজন তরুণ প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল জয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে। তিনি ৫০ হাজার ৩৩৭ ভোটের ব্যবধানে জয়ী হন। স্বতন্ত্র প্রার্থী তিনবারের বর্তমান এমপি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খানের বিরুদ্ধে জয় পান তিনি।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য পাওয়া যায়। তাদের এ জয় জেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ