বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান প্রাইমারী স্কুল ভোট কেন্দ্রে কাপড় দিয়ে তৈরি কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে।
রোববার ( ৭ জানুয়ারী) সরেজমিনে গিয়ে দেখা যায়, দেউন্দি চা বাগান প্রাইমারী স্কুলে ভোট গ্রহনের সুবিধার্থে বোথ বাড়ানোর জন্য স্কুলের পাশেই কাপড় দিয়ে তৈরি করা হয় ভোট কক্ষ।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪০৭ জন। স্কুল ভবনে কক্ষ কম থাকায় ভোট গ্রহণের সুবিধার্থে কাপড় দিয়ে কক্ষ তৈরি করা হয়েছে। এতে ভোট গ্রহণে কোনো অসুবিধা হয়নি।