করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব  উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেনিপেশার ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এ মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ  তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ডা. হরিপদ রায়, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুধু মিয়া, আশীদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন , বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, মোয়াজ্জেম হোসেন ছমরু, জেরিন চা বাগানের জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, সরকারি নিয়ম-নীতির মধ্যে শ্রীমঙ্গলে ভালো কিছু করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ