করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণী আটক

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোকেয়া আক্তার (১৮) নামের এক রোহিঙ্গা তরুণী আটক হয়েছেন।

রোববার (২২ অক্টোবর) দুপুরে জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।

রোকেয়া আক্তার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মো. হারুনের মেয়ে রোকেয়া আক্তার (১৮)।

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, রোকেয়া ভুয়া পরিচয় ব্যবহার করে পাসপোর্ট করতে আসেন। বিষয়টি আমাদের সন্দেহ হলে তাকে আটক করি। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের প্রকৃত পরিচয় বলেন।

বিষয়টি জেলা প্রশাসনে অবগত করলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ