বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জে পুলিশ এসল্ট, বিস্ফোরক ও ছাত্রলীগের সাবেক নেতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮৬জন নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। এছাড়া ১৪ আসামীকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে ।
রবিবার (৮ অক্টোবর) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামী পক্ষের আইনজীবি জামিন আবেদন করলে আদালতের বিচার মোহাম্মদ হারুন অর রশীদ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৯ আগস্ট পুলিশের সঙ্গে ও ২০ আগস্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়। পরে বিএনপি নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।