করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে স্ত্রীকে হাত পা কেটে হত্যা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:  হবিগঞ্জের চুনারুঘাটে স্বামীকে ছেড়ে অন্যত্র বিয়ে করার অপরাধে আকলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হাত, পা কেটে হত্যা করেছে প্রথম স্বামী ।

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গাজীপুর ইউনিয়নের সোনাচং গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় এই গৃহবধূকে স্থানীয় লোকজন উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসে। পরে মুমূর্ষু অবস্থায় চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আকলিমাকে নেওয়ার পথে আউশকান্দী নামকস্থানে সে মারা যায়। এ ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ সুজন মিয়া (৪০) কে আটক করে।

সুজন উপজেলার গাজীপুর ইউপির সোনাচং গ্রামের আহম্মদ আলীর ছেলে।

আটক সুজন পুলিশকে জানায়, আকলিমা ৭ ছেলে মেয়ে ও আমাকে রেখে আরো দুটি বিয়ে করেছেন। সেই ক্ষোভে আকলিমার হাত, পা কেটে দিয়েছেন তিনি।আকলিমার মেজ মেয়ে তানজিনা আক্তার জানান, তার বাবা মাদকাসক্ত, প্রায়ই নেশা করে বাড়ী ফিরে তাদের মাকে নির্যাতন করতেন ।

চুনারুঘাট থানার (ওসি) মোঃ রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ