করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে দিনমজুরের ৯ গরু-ছাগলসহ বসতঘর পুড়ে ছাই!

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে।।
চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর গ্রামে অগ্নিকাণ্ডে  ৯ টি গরু-ছাগল ভষ্মিভূত হয়েছে।বুধবার(২৯ মার্চ) ভোর ৫ টায় ওই গ্রামের মৃত রজব আলীর দিনমজুর পুত্র জালাল মিয়ার(৫০)বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন তারা।
জালাল মিয়ার ছোট ভাই আলাউদ্দিন বলেন, তাদের শুবার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই বসতঘর,বসতঘরে সংযুক্ত গোয়ালঘর,বিচালির গাদায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় ঘর থেকে কোনো কিছু বের করার আগেই  ৪টি গরু,৫ টি ছাগল,৭ টি হাঁসমোরগ,নগদ পঞ্চাশ হাজার টাকা,১০ মন ধান,২মন চাউল,২০ কেজি গম,কাপড়চোপড়, আসবাবপত্রসহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ১২ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হন দরিদ্র জালাল মিয়ার যৌথ পরিবার।ওই সময় আগুন থেকে গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে  জালাল মিয়ার মামা আব্দুল হান্নান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সরেজমিনে আলাউদ্দিন বলেন,তাদের শুবার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে  আগুনের সূত্রপাত ঘটে।তিনি বলেন,বহু বছর ধরে আমরা চার ভাই ৪টি পরিবার নিয়ে নানার সুন্দরপুর নানার বাড়িতে একই ঘরে থাকতাম।আগুনে আমাদের সব পুড়ে গেছে।আমরা
এখন নিঃস্ব হয়ে গেছি। পরিবার নিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোন উপায় নেই।তাদের বাড়ি উপজেলার উবাহাটা ইউনিয়নের বড়কুটা গ্রামে।
খবর পেয়ে চুনারুঘাটে সরকারী সফরে আসা বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মাহবুব আলী এমপি,চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সিদ্ধার্থ ভৌমিক,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দালুর রহমান,রাণীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী,সুন্দরপুর গ্রামের বাসিন্দা রাহী ব্রিকস্-এর স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি সেলিম আহমেদ ও স্থানীয়  ইউপি সদস্য মোঃ জমসেদ মিয়া প্রমূখ।পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শাড়ি,লুঙ্গিসহ চাল-ডালের ব্যবস্থা,ঘর নির্মাণে শিল্পপতি সেলিম আহমেদ’র পক্ষ থেকে ইটসহ সবার সার্বিক সহযোগিতায় ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন,ক্ষতিগ্রস্থ পরিবারকে ঘর নির্মাণের জন্য সরকারী সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ