করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে ইকরায় কুরআন ক্লাসের উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩

করাঙ্গীনিউজ: ইকরা শায়েস্তাগঞ্জ ও সাদাকা ফাউন্ডেশন আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন শিক্ষা কোর্সের উদ্বোধন করেছেন ইকরা বাংলাদেশ স্কুল শায়েস্তগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, সাদাকা ফাউন্ডেশন ইউএসএ ও ইকরা শায়েস্তাগঞ্জের উদ্যোগে কুরআনের মাসে মহান আল্লাহর কালামের সঙ্গে থাকতে চাই। মানুষ হিসেবে গড়ে উঠবার জন্য কুরআন চর্চার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার(২৩ মার্চ ) দুপুরে কাশফিয়ান ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে কুরআন শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়।

মাওলানা মাসউদুল কাদির বলেন, সাদাকা ফাউন্ডেশন ইউএসএ বাংলাদেশের শিশুদের কুরআন চর্চায় এগিয়ে এসেছে। মুহাম্মদ শহীদুল্লাহসহ সাদাকার দায়িত্বশীলদের অভিনন্দন জানাই। কুরআনের মাসের বরকত যেনো সবার হৃদয়ে ছুঁয়ে যায়- এই দুআ করি।

এতে উপস্থিত ছিলেন, বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টার-এর পরিচালক সাংবাদিক কামরুল হাসান, ইকরা হবিগঞ্জের ভাইস প্রিন্সিপাল মুফতী আনওয়ার আমির, ইকরা শায়েস্তাগঞ্জের শিক্ষক ও কুতুবের চক জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবু মূসা প্রমুখ।

অভিভাবকদের উদ্দেশে সাংবাদিক কামরুল হাসান বলেন, শায়েস্তাগঞ্জ ইকরার অগ্রযাত্রাকে স্বাগত জানাই। আমাদের ছোট সময়ে এমন কুরআন চর্চার ব্যবস্থা স্কুলে ছিলো না। ইকরার  আয়োজন প্রশংসার দাবিদ্বার।

ইকরা হবিগঞ্জের ভাইস প্রিন্সিপাল মুফতী আনওয়ার আমির বলেন, ইকরার সিলেবাস একটি পরিকল্পিত পরীক্ষিত সিলেবাস। আশা করি ইকর শায়েস্তাগঞ্জে ভালো করবে। কাশফিয়ান চত্বরে কুরআন ক্লাসের ব্যবস্থায় শিশুদের অনেক উপকার হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ