করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে ২ দিন ব্যাপী নাট্য ও সাংস্কৃতিক পরব

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৪ মার্চ, ২০২৩

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দেশ নাট্যগোষ্ঠীর সাফল্য ও গৌরবের ৩০ বছর উপলক্ষে দুই দিন ব্যাপী নাট্য ও সাংস্কৃতিক পরব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) সকাল ১০টায় স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীর অগ্রভাগে ছিলেন সংগঠনের সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, সাবেক সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তুফা, সহসভাপতি জিতু আহমেদ মাখন, সাধারণ সম্পাদক হারুন সাঁই, অনুষ্ঠানের সদস্য সচিব কিতাব আলী শাহীন সহ সকল সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

র‌্যালীতে সাংষ্কৃতিককর্মীদের গায়ে হলুদ পোষাক দর্শকদের আকৃষ্ট করেছে।

প্রথম দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ আবু জাহির এমপি, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি, হবিগঞ্জ খোয়াই থিয়েটার এর সাধারণ সম্পাদক ইয়াছিন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, পরিচালনা করেন অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব কিতাব আলী শাহীন, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন সাঁই।

পরে চিত্রাংকন ও সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সন্ধ্যার পর থেকে রাত ১২ টা পর্যন্ত একটানা নৃত্য ও গান চলে মঞ্চে। এর আগে রাত ৮টায় দেশ নাট্যগোষ্ঠীর পরিবেশনায় নাটক ‘ যাত্রী ছাউনি’ মঞ্চস্থ হয়েছে।

সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- কামরুল হাসান, মিজানুর রহমান সুমন, নওরীন নূর।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ