মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে পুলিশ সুপার গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১লা মার্চ) মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে পুলিশ সুপার গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উদ্বোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান। উদ্বোধনী ম্যাচে কুলাউড়া উপজেলা ও মৌলভীবাজার সদর উপজেলা টিম অংশ নেয়। খেলায় কুলাউড়া টিম জয়লাভ করে। দিনের পরবর্তী ম্যাচে কমলগঞ্জ উপজেলা ও রাজনগর উপজেলা মুখোমুখি হবে। প্রতিদিন সকাল ৯ টায় এবং দুপুর ১টায় দুটি খেলা অনুষ্ঠিত হবে। জেলা পুলিশের মূল উদ্দেশ্যই খেলার মাঠে প্রাণ ফিরিয়ে আনা এবং এজন্যই এই টুর্নামেন্ট। আগামী ৪ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিলেট রেঞ্জে সদ্য যোগদানকৃত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। উদ্বোধনী অনুষ্টানে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার কার্যালয়ের ও বিভিন্ন থানার কর্মরত অফিসাররা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ও উপজেলার ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।