করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে অর্ধলক্ষ টাকা জরিমানা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

আলফা বেগম, বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধ ভাবে মাটি উত্তোলনকারিদের বিরুদ্ধে অভিযান করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪.৩০ মিনিটে উপজেলার স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ অভিযান করা হয়। অবৈধ ভাবে নিষিদ্ধ এক্সকেভেটর দিয়ে অনুমোদন ছাড়াই মাটি উত্তোলনের অপরাধে মহিষদোলন গ্রামের মো: মনির মিয়ার ছেলে মো: সমুজ মিয়াকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (২০১০) আইনে এ জরিমানা করা হয়।

বাহুবল উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) মো: রহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি জানান, জনস্বার্থে মাটিকাটা বন্ধ রাখুন। জরুরী প্রয়োজনে সরকারের অনুমোদন নিয়ে বৈধভাবে জমির শ্রেণী পরিবর্তন করুন। তিনি আরও জানান জনস্বার্থ এমন অভিযান অব্যাহত থাকবে। অন্য দিকে খুজ নিয়ে জানা যায় বাহুবলের স্নানঘাট ইউনিয়ন উত্তর স্নানঘাট এলাকায় প্রভাবশালী জনৈক ব্যক্তিরা দিবা লোকে মাটি কাটছেন,
এমন কি রাস্তা ঘাটের ক্ষতি করে এমন করে মাটি কাটার বিরুদ্ধে এলাকায় ভয়ে কেউ মুখ খুলতে ছেন না।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ