করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ভারতীয় চিনি ভর্তি একটি পিকআপ জব্দ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

এম,এ আহমদ আজাদ,নিজস্ব প্রতিবেদক, সিলেট
ভারতীয় চিনিভর্তি একটি পিকআপ জব্দ করেছে মৌলভীবাজারের জুড়ীতে পুলিশ। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

শনিবার দিবাগত রাতে উপজেলার আমতৈল-কুইয়াছড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, বড়লেখা-জুড়ী সড়কের আমতৈল-কুইয়াছড়া সেতু এলাকায় অভিযান চলাকালে একটি পিকআপ থামানো হয়। তখন সেটিতে তল্লাশি চালালে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা চিনি পাওয়া যায়। চালকের কাছে ওই চিনির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে না পারায় চিনিসহ পিকআপ ও চালককে থানায় আনা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মো. খায়রুল ইসলাম (২৭) জানায় এই চিনি ভারতীয়। বড়লেখার একটি সীমান্ত দিয়ে এই চিনিগুলো দেশে প্রবেশ করার পর বস্তা বদলিয়ে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করা হয়।

গ্রেপ্তার চালক মো. খায়রুল ইসলাম মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার উত্তর বৌলাছড়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে। এ ঘটনায় এস আই ফরহাদ মিয়া বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা দায়ের করে

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ